চট্টগ্রাম জামেয়ার উদ্যোগে জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম) নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীতে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
সকাল ৮টায় আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ শরীফ থেকে বের হয় জশনে জুলুস-এ ঈদে মিলাদুন্নবী (দ.) শোভাযাত্রা।
জুলুস-এ নেতৃত্ব দেন আওলাদে রাসূল, পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)।
জুলুসটি নগরীর ষোলশহরস্থ আলমগীর খানকাহ শরীফ থেকে শুরু হয়ে মুরাদপুর, প্যারেড ময়দানের উত্তর পার্শ্বস্থ সিরাজদ্দৌল্লাহ রোড, আন্দরকিল্লা, মোমিন রোড, চেরাগী পাহাড়, জামালখান হয়ে জিইসি, ষোলশহর ২নং গেইট, আবার মুরাদপুর হয়ে দুপুর ১২টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে গিয়ে ওয়াজ, মিলাদ, কেয়াম ও আখেরী মুনাজাত এবং জুমার নামাজ আদায়ের পর জশনে জুলুস-এ ঈদে মিলাদুন্নবী (দ.)’র আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্ত হয়।
জশনে জুলুছের শোভাযাত্রায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহন করেন।
চট্টগ্রামে দীর্ঘদিন থেকে চলে আসা জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ.) শোভযাত্রাটি ১৯৭৪ সালে আওলাদে রাসুল,গাউসে জামান আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) প্রথম শুরু করেন। সেই থেকে জশনে জুলুসটি এখনও মুসলমানদের ঐক্যের বন্ধন হিসেবে চালু রয়েছে