সমন্বয়ে রাষ্ট্রের ৩টি বিভাগকে কাজ করতে হবে
প্রতিদ্বন্দ্বিতা না করে রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, রাষ্ট্রের এক বিভাগের কাজে অন্য বিভাগে যাতে বাধা না পায়।
শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনের' উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় বিচারে বিলম্ব ও মামলা জট নিরসনে কাজ করতে কার্যকর ভূমিকা পালন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
দেশের বিচার ব্যবস্থার প্রধান সমস্যা হলো বিচারে বিলম্ব ও মোকাদ্দমার জট- বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। তাই মামলার রায় দিতে বিলম্ব না করতে বিচারকদের প্রতি আহ্বান জানালেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক ও সমন্বয় খুবই জরুরি। এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হকও। বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের দীর্ঘ টানাপোড়েনের অবসান হয়েছে বলে জানান তিনি।
সদ্য সাবেক প্রধান বিচারপতি এনিয়ে যে ঝড় তুলেছিলেন- তাতে যে কোন সময় তার নিজেও কাঠগড়ায় দাঁড়ানোর আশঙ্কা হয়েছিল বলে আইনমন্ত্রী মন্তব্য করেন।