বেনাপোল স্থল বন্দরে তিন দিন পর আবারও চালু হল আমদানি-রপ্তানি
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :যশোরের বেনাপোল স্থল বন্দরে জব্দ করা ভারতীয় একটি ট্রাক ফেরত দেওয়ায় তিন দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
বেনাপোল ও পেট্রাপোল বন্দর কর্মকর্তা, শুল্ক কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে সমঝোতা বৈঠকের পর শনিবার সন্ধ্যা অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন ওপারের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।
তিনি বলেন, “দুই দেশের কাস্টম ও বন্দর কর্মকর্তাসহ বন্দর ব্যবহারকারীদের মধ্যে বৈঠকের পর আমরা ট্রাকটি ফেরত পেয়ে অবরোধ প্রত্যাহার করে নিয়েছি।”
সন্ধ্যার পর থেকে স্থলবন্দরটি সচল হলেও রোববার সকাল থেকেই পুরোদমে আমদানি- রপ্তানি চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত ৮ নভেম্বর বেনাপোল বন্দরের রপ্তানি টার্মিনালে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে একটি আগ্নেয়াস্ত্র অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই ঘটনায় মামলা হওয়ার ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ওই ট্রাক ফেরত দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে অবরোধের ডাক দেয় পেট্টাপোল বন্দরের সিঅ্যান্ডএফ ও ট্রাক মালিক শ্রমিক ইউনিয়ন। এতে দেশের গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।