রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলনে দিনাজপুরের কবি সাহিত্যিকদের অংশ গ্রহণ
নুর আলম সিদ্দিক, ভ্রাম্যমান প্রতিনিধি দিনাজপুর : “বিশুদ্ধ আত্মা, সুন্দর সমাজ”- এই শ্লোগানকে সামনে রেখে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলণ - ২০১৭ ’তে দিনাজপুরের বিভাগীয় পরিষদের কবি সাহিত্যিকরা অংশ গ্রহন করেছে।
বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ নুর আলম ও সাধারণ সম্পাদক ওয়াসিম আহাম্মেদ শান্ত’র নেতৃত্বে বিশিষ্ট কবি সাহিত্যক মোজাম্মেল বিশ্বাস, এ্যাড. সৈয়দ কেরামত হোসেন, মমিনুল ইসলাম, ইয়াসমিন আরা রানু, রোজিনা খাতুন, ফাতেমা বেগম, লায়লা চৌধুরী, আবুল হোসেন, ইব্রাহিম শাহ, শাহবাজ আলীসহ প্রায় ৪০ জন কবি সাহিত্যিক অংশগ্রহণ করেন। বিভাগীয় সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন দেশ বরেণ্য কিংবদন্তী শিশু সাহিত্যিক ও প্রবীন সংবাদিক রফিকুল হক দাদু ভাই। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক, বিশিষ্ট সাহিত্যক মতিউর রহমান বসুনিয়া, এ কে এম শহিদুর রহমান বিষু, মুক্তিযোদ্ধা আকবর হোসেন, দিলরুবা শাহাদৎ, মাহাবুবুর ইসলাম, তহিদুল ইসলাম কনক। সভাপতিত্ব করেন বিভাগীয় লেখক পরিষদ রংপুর ড, এ আই এম মুসা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সম্মেলন উদ্যাপন কমিটির আহবায়ক জাকির আহমদ। সভায় ৮ জেলার ৮ জন বিশিষ্ট কবি সাহিত্যিকদের সম্বর্ধনা প্রদান করা হয়। দিনাজপুরের বিশিষ্ট লেখিকা লায়লা চৌধুরিকে সম্বর্ধনা প্রদান করা হয়। শেষে বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা শাখা হতে প্রকাশিত পাতা সাহিত্য বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।