প্রবীণদের জন্য শ্রীমঙ্গলে ‘অবসর’
মৌলভীবাজার থেকে এ.কে.অলক : প্রবীণ ব্যক্তিদের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘অবসর-আমার আনন্দ ভুবন’ নামে একটি হাসপাতাল কাম রিসোর্ট নির্মাণ করা হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও সমাজসেবা অধিদফতর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো প্রবীণদের জন্য মেডিকেল রিসোর্ট তৈরি করবে।
এ লক্ষ্যে দ্বিপক্ষীয় চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক কাজী মোহাম্মদ নুরুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
জানা গেছে, ‘অবসর-আমার আনন্দ ভুবন’ নামে হাসপাতাল কাম রিসোর্টে ১০০টি নিরাপদ আবাসন এবং ৫০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল, খোলামাঠ, জলরাশি ও সবুজের সমারোহ থাকবে।