সরিষা ফুলের হলুদ চাদরে ঢাকা ঝিনাইদহের মাঠ
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় ঝিনাইদহের সদরসহ ৬ টি উপজেলার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে সৌন্দর্য্য মন্ডিত সরিষা ফুল । গ্রামের দিগন্ত মাঠ সেজেছে হলুদ সরিষা ফুলের সমারোহে। সরিষা ফুলের মুহ মুহ গন্ধ সকলকেই আকৃষ্ট করে । ভোরে আলোর আভা ফুটে উঠতে মধু আহরণে লাখ লাখ মৌমাছি ও প্রজাপতির আনাগোনা দেখা যায় ক্ষেতে ক্ষেতে।
রঙিন প্রজাপতি আর মৌমাছির মধু আহরণে সরিষা ফুলের পরাগায়ণ ঘটছে। সরিষা আবাদকারী কৃষকরা জানায়,এর ফলে সরিষার ফলন ভাল হবে, তারা বলেন মাত্র ১০ শতাংশ জমিতে সরিষা চাষ করলে ৬- ৭ জনের পরিবারের এক বছরের তেলের চাহিদা মিটে যায়। জেলায় এবার সরিষার ফলন বেশ ভালো হবে বলে আশা করা যাচ্ছে । জমিতে বিঘায় চার মণ কোন কোন জমিতে পাঁচ মণ সরিষা পাওয়া যাবে।বাজারে সরিষার দাম ভালো পাওয়া গেলে কৃষকের লাভের অংকটা একটু বেশি হবে । এবার দাম ভালো পেলে আগামীতে এলাকার কৃষকেরা সরিষা চাষে আরো আগ্রহী হবে ।