রাজনৈতিক স্বার্থে অসত্য-ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী
সৌদি আরবসহ বিভিন্ন দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের অর্থপাচার নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জিয়া পরিবারকে হেয় করে রাজনৈতিক স্বার্থ হাসিলে প্রধানমন্ত্রী এসব অসত্য ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি হুঁশিয়ারি দেন, এসব বক্তব্য বন্ধ করা না হলে দলের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ক্ষমতাসীন অনেক নেতা ও পরিবারের নামেই বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়ে উঠছে।
উন্নয়নের মেগাপ্রজেক্টের নামে দেশে মেগা লুটপাট হচ্ছে— উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ক্ষমতাসীনদের অনেক নেতা ও পরিবারের নামে বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়ে উঠছে।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারে গণমাধ্যমগুলোকে বাধ্য করা হচ্ছে— এ অভিযোগ করে তিনি বলেন, যেসব সংবাদ মাধ্যমে এই ধরনের খবর প্রকাশিত হয়েছে যার কোনো সত্যতা নেই।
প্রসঙ্গত, কম্বোডিয়া সফর শেষে বৃহস্পতিবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন ও তার পরিবারের সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবৈধ সম্পদের বিষয়ে নানা সমালোচনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।