নারী-পুরুষের সমান অংশগ্রহণেই উন্নয়ন সম্ভব: শেখ হাসিনা
নারী-পুরুষের সমান অংশগ্রহণেই দেশের উন্নয়ন সম্ভব— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এবগম রোকেয়া পদক-২০১৭ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শে হাসিনা বলেন, বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত। নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছিলেন তিনি।
সমাজকে আর এগিয়ে নিতে বেগম রোকেয়ার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের স্বাধীনতা অর্জনের পেছনেও নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এর আগে নারী উন্নয়নে অবদান রাখার জন্য বেগম রোকেয়া পদক-২০১৭ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ বছর পদক পেয়েছেন সংগঠক মাজেদা শওকত আলী, লেখক-সাংবাদিক মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরনোত্তর), চিত্রশিল্পী সুরাইয়া রহমান, লেখক শোভারানী ত্রিপুরা ও সমাজকর্মী মাসুদা ফারুক রত্না।