ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে র্যালী
ঝিনাইদহ প্রতিনিধিঃ
নারীরা আজ অগ্রসর চায় সমতা জীবন ভর ” এই শ্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস-২০১৭ উপলক্ষে ব্র্যাক,সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে এ উপলক্ষে রোববার সকালে ঝিনাইদহ জেলা শহরের পুরাতন ডিসি কোট চত্তর থেকে এক র্যালি বের হয়। জেলা প্রশাসক জাকির হোসেন এর নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে র্যালিটি প্রেসক্লাব পর্যন্ত গিয়ে শেষ হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকে সামনে রেখে ব্র্যাক আহ্বান করেন নির্যাতন ও সৌহার্দ্যপূর্ণ পরিবার ও সমাজ গড়ে তোলার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। র্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম , প্রাক্তন উপাধ্যক্ষ এন এম শাহজালাল,অধ্যক্ষ আমিনুর রহমান টুকু,সোভার নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, উই নির্বাহী পরিচালক শরিফা খাতুন, হাবিবুর রহমান প্রমূখ। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন পেশার জনগণ অংশগ্রহণ করেন।