নির্বাচনে না আসলে ঝুঁকিতে পড়বে বিএনপি: ওবায়দুল
বিএনপির নির্বাচনে না আসার কোনো সুযোগ নেই— রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকির মধ্যে ফেলতে না চাইলে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শন করে সাতক্ষীরা যাওয়ার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনেকে বিএনপি পাশ কাটিয়ে যেতে পারে না। নির্বাচনে না আসলে দলটি আরো সংকুচিত হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে। আমরা বারবার বলেছি, নির্বাচনে বিএনপি আসুক।
তিনি বলেছেন, বিএনপি রাজনৈতিক অস্তিত্বকে যদি ঝুঁকির মধ্যে ফেলতে না চায় তাহলে আগামী নির্বাচনে তাদের আসতেই হবে।
আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক সরকার এটি চায়— উল্লেখ করে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, কেউ নির্বাচনে না আসলে তার জন্য গণতন্ত্রের ট্রেনতো আর থেমে থাকবে না। ফলে বিএনপি না আসলে নির্বাচন থেমে থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিরসহ অন্য নেতৃবৃন্দ।