LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শুক্রবার| ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

চ্যাম্পিয়ন মাশরাফীর রংপুর



বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের শিরোপা জিতল মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর রাইডার্স। ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি। আর তাতে মাশরাফী চতুর্থবার বিপিএল শিরোপাজয়ী দলের অধিনায়ক।

 

বিপিএলের শুরুর তিন আসরেই শিরোপা জেতেন মাশরাফী। প্রথম দুইবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব নিয়ে। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করান ‘ক্যাপ্টেন ফ্যানটাসটিক’।

 

মঙ্গলবার রংপুর-ঢাকা লড়াইয়ে পার্থক্য গড়েন দেন টি-টুয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল। বিপিএল সেরা ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে রংপুরকে এনে দেন ২০৬ রানের বিশাল পুঁজি। বড় রানের চাপ ফাইনাল লড়াইয়ে নিতে পারেনি টুর্নামেন্টের শুরু থেকেই আধিপত্য দেখানো দলটি। ৯ উইকেটে ১৪৯ রানে থামে তারা।

 

মাশরাফীর করা প্রথম ওভারের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন ঢাকার ওপেনার মেহেদী মারুফ। গুড লেংথের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রানের খাতা খোলার আগেই। অপর প্রান্তে সোহাগ গাজীর স্পিনের মুখে উঠিয়ে মারতে গিয়ে লংঅনে নাহিদুলের হাতে ক্যাচ তুলে দেন জো ডেনলি। তিনিও ফেরেন শূন্য রানে। দুই ওপেনারের দ্রুত বিদায়ে কোণঠাসা হয়ে পড়ে তারা। বিপর্যয় সামলে ওঠার চেষ্টা করেন এভিন লুইস। তবে বেশিদূর যেতে পারেননি। গাজীর দ্বিতীয় উইকেট শিকারে পরিণত হন মিড উইকেটে মাশরাফীর দুর্দান্ত ক্যাচে। এক ছক্কা, দুই চারে ৯ বলে ১৫ রান করে ফেরেন এই ক্যারিবিয়ান।

 

 

আরেক ক্যারিবিয়ান পোলার্ড ৫ রান করে ফিরে গেলে লড়াই থেকে ছিটকে পড়ে ঢাকা। রুবেল হোসেনের বলে গেইলের হাতে ক্যাচ দেন। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। পঞ্চম উইকেটে অধিনায়ক সাকিব ও জহুরুল ইসলাম জুটি লড়াইয়ের আভাস দিলেও বেশি দূর যেতে পারেননি। ১৬ বলে ২৬ রান করে সাকিব বোল্ড হয় গেলে আবারও ছন্দপতন ঘটে। রবি বোপারার বলে মোসাদ্দেক হোসেন সৈকত ফিরে যান। ১০ ওভারে মধ্যে ৬ ব্যাটসম্যান ফিরে গেলে মাশরাফীদের শিরোপা উঁচিয়ে ধরা কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। জহরুলের ৩৮ বলে ৫০ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধান কিছুটা কমিয়েছে।

 

বিপিএলে ধুঁকতে ধুঁকতে শেষ চারে পৌঁছায় রংপুর। দলে গেইল-ম্যাককালামের মতো বিস্ফোরক ব্যাটসম্যান থাকলেও টুর্নামেন্ট তাদের শুরুটা ভাল ছিল না। সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না দলের বিদেশি ক্রিকেটাররা। শেষ চারে যেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের ছোট ছোট অবদান, আর দলগত পারফরম্যান্সে কয়েকটি ক্লোজ ম্যাচ জিতে নিজেদের পথে রাখে দলটি।

 

বিদেশি ব্যাটসম্যানরা জ্বলে ওঠেন টুর্নামেন্টর নকআউট পর্বে এসে। বিপিএলের প্রথম সেঞ্চুরি এসেছে গেইলের ব্যাটে, সেটিও আবার এলিমিনেটর ম্যাচে। ফাইনালে ওঠার লড়াইয়ে (দ্বিতীয় কোয়ালিফায়ার) সেঞ্চুরি করেছেন জনসন চার্লস। এ ম্যাচেই ম্যাককালাম ছন্দে ফিরেছেন ৪৬ বলে ৭৮ রানের ইনিংস খেলে।

 

 

গেইল অবশ্য নিজের সেরা খেলাটা রেখে দিয়েছিলেন ফাইনালের জন্য। ফাইনালে সেঞ্চুরি তুলে নেন মাত্র ৫৭ বলে। ১১টি ছয় আর চারটি চারে শতক স্পর্শ করেন। শেষ পর্যন্ত ৬৯ বলে ১৮টি ছয় আর পাঁচটি চার মেরে অপরাজিত থাকেন। নিজেকে ছাপিয়ে যাওয়ার এক সেঞ্চুরিতে দারুণ কিছু রেকর্ডে গড়েছেন। বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছয় (১৮) ও টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৪৬*) খেলার দিনে টি-টুয়েন্টি ক্রিকেটের প্রথম প্রতিনিধি হিসেবে ছুঁয়ে ফেলেছেন ১১ হাজার রানের মাইলফলক।

 

চলতি বছরের এপ্রিলে আইপিএল ম্যাচে ছুঁয়েছিলেন ১০ হাজার রানের মাইলফলক। বিপিএলের ফাইনালে এসে রংপুর রাইডার্সের উদ্বোধনী পূর্ণ করলেন সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ হাজার রান। সঙ্গে অভিজাত এই ক্লাব খুলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন টি-টুয়েন্টির ফেরিওয়ালা ‘সিক্স মেশিন’ গেইল। নিজেকে ছাড়িয়ে যাওয়ার ইনিংস খেলে মাশরাফীদের দিয়ে গেলেন বিপিএল শিরোপা।

 

গেইল ছাড়া টি-টুয়েন্টিতে ৯ হাজার রানই পূর্ণ করতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ব্রেন্ডন ম্যাককালামের ৮৫২৬, বিপিএলের ফাইনাল ম্যাচেই গেইলের সঙ্গে ২০১ রানের জুটি গড়েছেন কিউইদের সাবেক অধিনায়ক। অপরাজিত থাকেন ৫১ রানে। তাতে রংপুর ২০ ওভারে এক উইকেট হারিয়ে ২০৬ রান তুলে একপেশে ম্যাচ বানিয়ে ফেলে ফাইনালকে।


1