জয়পুরহাটে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মানহীন মামলা
আমাদের মাতৃভূমি গর্বিত সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর ভাগ্নী শেখ টিউলিপ সিদ্দিকী সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সম্পর্কে কটুক্তি করায় "দৈনিক আমার দেশ" পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে জয়পুরহাটে পাঁচশত কোটি টাকার মানহানীর মামলা দায়ের করা হয়েছে।
১৩ ডিসেম্বর রোজ বুধবার দুপুর সারে ১২ টায় জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, সাবেক জেলা প্রশাসক, আলহাজ্ব এসএম সোলায়মান আলী।
মামলার বাদী প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এসএম সোলায়মান আলী জানান যে, গত ১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় "দৈনিক আমার দেশ" পত্রিকার সম্পাদক, মাহমুদুর রহমান আমাদের মাতৃভূমি স্বাধীন বাংলাদেশ, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান সফল প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি শেখ টিউলীপ সিদ্দিকী সহ বাঙালী জাতির গর্বিত পরিবার শেখ পরিবার সম্পর্কে অশালীন মন্তব্য করেন। যা বর্তমান বিশ্বের প্রচারিত মাধ্যম (ইউ টিউব) সহ দেশের বেশ কয়েকটি অনলাইন পোর্টালে প্রচারিত হয়।
উক্ত মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুশান্ত কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, মামলাটি দায়েরের পর সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, ইকবাল বাহার মামলাটি আমলে নিয়ে এ ব্যাপারে তদন্তের জন্য জয়পুরহাট সদর থানা কে নিদের্শ দিয়েছেন বলে সর্বশেষ জানান বাদী পক্ষে আইনজীবী।