গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০১৭ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধিঃ “পাকিস্তান ও পাকিস্তানের দোসররা যখন বুঝতে পারলো বাংলাদেশ স্বাধীন হতে চলেছে এবং পাক হানাদারদের পরাজয় নিশ্চিত ঠিক তখনই এ দেশকে মেধা শূন্য করার জন্য পাক বাহিনী ও তার দোসররা বাংলাদেশের বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে বের করে তাদের হত্যা করতে লাগলো। এ ধরনের নিকৃষ্ট পরিকল্পনার মধ্যে দিয়ে তারা তাদের হীন উদ্দেশ্যে আমাদের দেশের সোনার মানুষদের হত্যা করা হয়েছে” বৃহস্পতি বার সকাল ১১টায় মেহেরপুরের গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন। আলোচনা সভায় তিনি আরো বলেন, “আমাদের দেশকে তারা শুধু মেধা শুন্য করার সাথে সাথে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত চলছে এরই মধ্যে তাঁকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করে ব্যার্থ হয়েছে ঐ দেশ বিরোধী চক্রান্তকারীর দল। এমপি মকবুল হোসেন আরো বলেন, দেশ এখন আগের চাইতে অনেক উন্নত। মানুষ এখন না খেয়ে থাকেনা, মানুষের জীবন মান আগের চাইতে অনেক উন্নত হয়েছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। বাংলাদেশের এই উন্নয়ন দেখে বাংলাদেশ বিরোধী যারা তাদের চক্রান্ত এখনও চলমান রয়েছে তাই ঐ চক্রান্তকারিদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যাতে স্বাধীনতা বিরোধী ও চক্রান্তকারিরা বাংলাদেশের ক্ষমতায় যাতে না আসতে পারে সে দিকে সজাগ থাকতে হবে।” উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণু পদ পাল এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা নুর জাহান বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শফিকুল আলম, জেলা পরিষদের সদস্য আইয়ুব আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, শহর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, সাংস্কৃতি ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। আলোচনা সভায় উপস্থিৎ ছিলেন এমপির একান্ত সহকারি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুজ্জামান শিপু, সৈনিক লীগ নেতা জিয়াউল হক জিয়া সহ সকল স্তরের নেতা কর্মী বৃন্দ সকল স্তরের নেতা কর্মী বৃন্দ।