মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৭ অর্জন করলেন রেডিও পল্লীকণ্ঠের দুই প্রযোজক
মৌলভীবাজার থেকে এ.কে.অলক :: মৌলভীবাজারের কমিউনিটি রেডিও ‘রেডিও পল্লীকণ্ঠ’র দুই প্রযোজক অর্জন করলেন ইউনিসেফ কর্তৃক ঘোষিত জাতীয় পর্যায়ের প্রতিযোগীতা মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৭।
হিজড়া শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্নতা বিষয়ে ওমর ফারুক মুন্নার গ্রন্থনা ও গোলাম মোস্তফা তারেক এর প্রযোজনায় রেডিও নাটক “মানুষ মানুষের জন্যে” মীনা মিডিয়া এ্যাওয়ার্ড এ সৃজনশীল অনুষ্ঠান ক্যাটাগরিতে (১৮-) প্রথম স্থান অর্জন করে।
১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত ১৩ তম মীনা মিডিয়া এ্যাওয়ার্ড এর পুরষ্কার বিজয়ীদের হাতে তুলে দেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইউনিসেফ এর কান্ট্রি ডিরেক্টর, বিশিষ্ট জাদুকর জুয়েল আইচ ও চিত্রনাইকা মৌসুমি।
শিশু নির্যাতন প্রতিরোধ না করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া নিয়ে প্রযোজক সাইফুল সুমন এর গ্রন্থনা ও হামীম রহমান খান এর প্রযোজনায় রেডিও নাটক “ভিউয়ার্স বাড়ছে” মীনা মিডিয়া এ্যাওয়ার্ড এ সৃজনশীল অনুষ্ঠান ক্যাটাগরিতে (১৮-) তৃতীয় স্থান অর্জন করে।
উল্লেখ্য যে, ইউনিসেফ কর্তৃক ২০০৫ সাল থেকে যাত্রা শুরু করে মীনা মিডিয়া এ্যাওয়ার্ড । এই পুরস্কার গণমাধ্যমে শিশুদের বিষয়সমুহ তুলে ধরার ক্ষেত্রে উৎকর্ষ অর্জনকে স্বীকৃতি দিয়ে থাকে। প্রিন্ট, রেডিও বা টেলিভিশন মাধ্যমের সাথে যুক্ত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে বাংলাদেশে প্রকাশিত/ প্রচারিত, শিশুদের নিয়ে বা শিশুদের জন্য নির্মিত বিনোদনমূলক, সংবাদভিত্তিক বা জীবনধর্মী প্রকাশনা/ অনুষ্ঠান এর জন্য ৭টি বিভাগে ( প্রিন্ট মাধ্যম – প্রতিবেদন, প্রিন্ট মাধ্যম – সৃজনশীল লেখা, টেলিভিশন – প্রতিবেদন, টেলিভিশন – সৃজনশীল অনুষ্ঠান, রেডিও – প্রতিবেদন, রেডিও – সৃজনশীল অনুষ্ঠান ও নিউজ ফটোগ্রাফি)। ১ম পুরস্কার হিসাবে, একটি ক্রেস্ট, সনদপত্র এবং ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা, ২য় পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, সনদপত্র এবং ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা এবং ৩য় পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, সনদপত্র এবং ১৫,০০০.০০ (পনেরো হাজার) টাকা প্রদান করা হয়।
এখানে উল্লেখ্য যে, রেডিও পল্লীকণ্ঠের কর্মীরা মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩ তে ১টি, ২০১৪ তে ১টি, ২০১৫ তে ৪টি, ২০১৬ তে ২টি ২০১৭ সহ মোট ১০টি মীনা মিডিয়া এ্যাওয়ার্ড অর্জন করে। তাছাড়া ২০১৩ সালে পরিবার পরিকল্পনা মিডিয়া এওয়ার্ড, ২০১৫ সালে আবু (ইন্টারন্যাশনাল) প্রাইজ, ২০১৭ সালে আবু (ইন্টারন্যাশনাল) এ্যাওয়ার্ড ও কমিউনিটি রেডিও এ্যাওয়ার্ড অর্জন করেছিল।