দলে বিভাজন সৃষ্টি না হলে নৌকার প্রার্থীকে জেতানো পানির মতো সহজ...গাংনীতে বিজয় দিবসের আলোচনা সভায় এম এ খালেক
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে গাংনী উপজেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে প্রথমে গাংনী বাজারের শহীদ রেজাউল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের নেতা কর্মী বৃন্দ। এ সময় উপস্থিৎ ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আশরাফুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা পরিষদের মহিলা সদস্য শাহানা ইসলাম শান্তনা, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, আওয়ামী লীগ নেতা রেজাউল হক মাষ্টার, যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশার সহ সবল স্তরের নেতা কর্মী বৃন্দ। পরে এম এ খালেকের নেতৃত্বে বিজয় র্যালী নিয়ে গাংনী শহর প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা অডিটরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে পাকিস্তানী হায়েনার হাত থেকে রক্ষা করেছে দেশকে স্বাধীন করেছে। তাঁর নির্দেশে এদেশের মুক্তি কামি মানুষ দেশ স্বাধীনের জন্য আত্মাহুতি দিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পরও অনেক সরকার এদেশ পরিচালনা করে উন্নয়নের ছিটি ফোটা অর্জন করতে পারে নাই। জাতির জনকের সুযোগ্য কন্যা যখনই দেশে ক্ষমতায় আসেন তখনই দেশের উন্নয়ন হয়। আজ আমাদের দেশকে উন্নয়নশীল দেশ গুলো আর ছোট চোখে দেখেনা। আমাদের দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে অনেক উন্নত ও উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তারই ধারাবাহিকতায় আগামীতে আমাদের এ গাংনী আসনে দলকে নৌকা মার্কা প্রতীকে নির্বাচিত করে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। আর এর জন্য আমাদের ্ঐক্যের কোন বিকল্প নেই। এম এ খালেক আরো বলেন আমাদের গাংনীর আওয়মী লীগের মধ্যে যদি বিভাজন সুষ্টি না হয় তাহলে গাংনীর আসনটি নৌকা প্রতীকের প্রার্থীকে জেতানো পানির মতো সহজ হবে বলে তিনি তার বক্তব্যে প্রকাশ করেন। আগামীতে দলকে সু সংগঠিত করার জোর তাগিদ দেন জেলা আওয়মী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক। পরে এক কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।