জয়পুরহাট-১ আসনের সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান আর নেই।
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
আজ ৫ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস পালনের বিক্ষোভ মিছিল সহ সকল কর্মসূচির শেষ মুহূর্তে জয়পুরহাট-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও দায়িত্বরত জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি, মোঃ মোজাহার আলী প্রধান (সাবেক এমপি) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা আধুনিক হাসপাতালে বিকেল ৫ টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"
এই প্রখর রাজনৈতিক নেতার হঠাৎ মৃত্যুুতে জয়পুরহাট জেলা, পাঁচ উপজেলা সহ সকল ইউনিয়নের বিএনপির পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে।
সর্বশেষ Channel4 tv ফোন আলাপে মৃতঃ সাবেক এমপি মোঃ মোজাহার আলীর দ্বিতীয় পুত্র জয়পুরহাট জেলা ছাত্রদল সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের রাজশাহী বিভাগের দায়িত্বরত সহ-সাংগঠনিক সম্পাদক, মো মাসুদ রানা প্রধান বেদনাভরা কন্ঠে বলেন তিনি আমার শুধু বাবাই ছিলেন না, তিনি আমার সহ জয়পুরহাট জেলার বিএনপি পরিবারের অভিভাবক ছিলেন।
রানা প্রধান আরও বলেন আবার বাবার জয়পুরহাট জেলায় বিএনপি সংগঠনকে টিকিয়ে রাখতে প্রতিটি সংগ্রাম, মিছিল,মিটিং,সহ বিএনপির সকল কর্মসূচি পালনে অভিভাবকের ভূমিকায় থাকতেন যাহার ফলে রাজপথে বারবার নির্যাতন সহ তিনি কয়েকবার মিথ্যা মামলায় কারাভোগও করেছেন। তিনি এমন জয়পুরহাট জেলায় বিএনপির রাজনীতিতে সর্বোচ্চ নির্যাতিত নেতা ছিলেন বলেন এবং জয়পুরহাট বাসী সহ সকল সংগঠনের নেতাকর্মীদের কাছে তাহার বাবার পরবাসী আত্মার শান্তি কামনায় দোয়া চেয়ে আগামীকাল দুপর ২ টায় জয়পুরহাট সরকারি বাজলা স্কুল মাঠে যানাজার নামাজে সবাইকে সরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে রানা প্রধান।