রাজনৈতিক দলের অধীনে নির্বাচন প্রত্যাখ্যান এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে যারা সম্পূর্ণ নির্লোভভাবে নির্বাচন পরিচালনা করবে ড. আব্দুল মঈন খান
সদরুল অাইন:
রাজনৈতিক দলের অধীনে নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে যারা সম্পূর্ণ নির্লোভভাবে নির্বাচন পরিচালনা করবে।
তিনি বলেন, এমন সরকারের অধীনে নির্বাচন হতে হবে, যাদের ফলাফলের ওপর তাদের কোনো স্বার্থ থাকবে না। সম্পূর্ণ বাইরে থেকে নির্বাচন পরিচালনা করবে। এটাই হওয়া উচিত আগামী নির্বাচনের রূপরেখা।
অাজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত `জাতীয় সংকট উত্তরণে গ্রহণযোগ্য নির্বাচন: নাগরিক ভাবনা` শীর্ষক আলোচনা সভায় ড. আব্দুল মঈন খান এ সব কথা বলেন।
মঈন খান বলেন, এদেশের মানুষ ভোটারাধিকার চায়। গণতন্ত্র চায়। সংবিধানের অজুহাত অর্থহীন। সংবিধানের অজুহাতে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।