টঙ্গীতে ইজতেমার প্রস্তুতিমূলক ফলোআপ সভা
মো.রবিউল ইসলাম. টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে রবিবার সকালে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রিড়া মন্ত্রনারয় সংক্রান্ত সংসদয়ি স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেলের সভাপতিত্ত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আ লিক অফিস প্রাঙ্গনে আয়োজিত ফলোআপ সভায় জিসিসি মেয়র অধ্যাপক এমএ মান্নান, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আজমতউল্লাহ খাঁন, ইজতেমার মূরব্বীগন, জেলা প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ, RAB, ফায়ার সার্ভিস, রেলওয়ে, ওয়াসা, ডেসকো, পিডব্লিউডি, স্বাস্থ্য অধিদপ্তরসহ ইস্তেমায় দায়িত্ত্বরত সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা আলোচনায় অংশ গ্রহন করেন।
সকল বিভাগের জন্য নির্ধারিত কাজের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে রিপোর্ট পেশ করেছেন সংশ্লিষ্টরা। ইজতেমায় যাতায়াত সুগম করতে রেলওয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৯টি বিশেষ ট্রেন চালু রাখবে। আগামী ১২ জানুয়ারী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে শেষ হবে ১৪ জানুয়ারী, আর ১৯ জানুয়ারী দ্বিতীয় পর্ব শুরু হয়ে শেষ হবে ২১ জানুয়ারী।
প্রথম পর্বের ইজতেমায় ১৬টি এবং দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশগ্রহন করবে। বাকী ৩২ জেলার তাবলীগ জামায়াত সদস্যগন নিজ নিজ জেলায় আয়োজিত মিনি ইস্তেমায় অংশগ্রহন করবেন।