দেশজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ: তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ সেলসিয়াস
তীব্র শৈত্যপ্রবাহে সোমবার গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দেশের উত্তরের শেষ প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ২.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে—জনজীবনে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে।
বিশেষ কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। আগুন জ্বালিয়ে তীব্র শীত নিবারর্ণের চেষ্টা করছেন অনেকে।
সৈয়দপুর ওদিনাজপুরে ৩ ডিগ্রি সেলসিয়াস চলছে –এদিকে রাজধানীতে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস— আরও দু-এক দিন এ শৈত্যপ্রবাহ থাকবে।
অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, সৈয়দপুর ও ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে আরও দু-এক দিন এমন পরিস্থিতি থাকবে এরপর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিগত ১৯৬৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এত দিন পর্যন্ত সেটাই ছিল দেশের সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ বলেন, সকাল ৬টার দিকে সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, ভোরের পর আরেক দফা তাপমাত্রা কমে যায়। সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যা গত ৫০ বছরে এটা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এর আগে ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১৩ সালের ১০ জানুয়ারি সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
সামছুদ্দীন আহমেদ জানান, সৈয়দপুরের পর ডিমলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঢাকায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে আরও দু-এক দিন এমন পরিস্থিতি থাকবে। ১০ জানুয়ারির পর সারাদেশে তাপমাত্রা বাড়বে।
গতকাল রোববার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এরপরে রাজশাহীতে, সেখানকার তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।