জিয়ার গণতন্ত্র ছিলো যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের: প্রধানমন্ত্রী
পাকিস্তানের গোলামি পছন্দ করে বলেই ‘৭৫ পর ২১ বছর এবং ২০০১ পর আট বছরে দেশের কোনো উন্নতি করতে পারেনি ক্ষমতাসীন দলগুলো— এ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই তারা দেশের উন্নতি চায় না।
বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান এদেশে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেছেন।
পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বাহাত্তরের ১০ জানুয়ারিতে বঙ্গবন্ধুর ফিরে আসার মধ্য দিয়েই পূর্ণতা পেয়েছিল স্বাধীনতা। ‘৭৫ এ জাতির জনককে হত্যার পর এদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়— বিভ্রান্ত করা হয় জাতিকে। আর ফিরিয়ে আনা হয় পাকিস্তানি ভাবধারার রাজনীতি।
শেখ হাসিনা অভিযোগ করেন, আওয়ামী লীগ ছাড়া যারাই এদেশের রাষ্ট্রক্ষমতায় ছিল তারা কেউই দেশের উন্নতি করতে পারেনি।
জাতির পিতার দেখানো পথে চলবে বাংলাদেশ— উল্লেখ করে তিনি বলেন, এদেশের মানুষের উন্নয়ন আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই তার সরকারের লক্ষ্য।
উন্নয়নের কাজ ত্বরান্বিত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।