গাংনীতে উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
এম এ লিংকন,মেহেরপুরঃ “উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রাতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত ও উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণু পদ পাল এর সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১০টার সময় প্রথমে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে গাংনী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মকবুল হোসেন বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন আওয়ামী লীগ যখনই বাংলাদেশের ক্ষমতায় আসে। তখনই এদেশের উন্নয়ন হয় এদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। তিনি বলেন আজ বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সুযোগ্য প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ আমাদের দেশকে বিশ্বের এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা কয়েক বছর আগেও মানুষ ভাবতে পারেনি। এমপি মকবুল হোসেন বলেন আগামীতে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসনিাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। প্রধান অতিথি মকবুল হোসেন গাংনী উপজেলা বাসির পক্ষ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যাবাদ জ্ঞাপন করেন। এর আগে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে একযোগে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম, গাংনী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা ধিরেন্দ্র নাথ সরকার, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইয়াসিন রেজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, রাইপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ। এ সময় আওয়ামীলীগের নেতা কর্মী সহ সকল শ্রেনী পেশার লোকজন উপস্থিৎ ছিলেন। পরে এমপি মকবুল হোসেন উন্নয়ন মেলার সকল স্টল পরিদর্শন করেন।