পদ্মা সেতুর নকশায় ভুল প্রমাণ না করলে মামলা: ওবায়দুল
পদ্মা সেতুর নকশার কোথায় ভুল আছে- এ তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে— না হলে মামলার হুমকি দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীর কমলাপুরে বর্তমান সরকারের ৪ বছর পূর্তিতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পর বৃহস্পতিবার দলটির মহাসচিব পদ্মাসেতুর নকশায় ভুল থাকার দাবি করেন— এরই পরিপ্রেক্ষিতে পদ্মা সেতুর নকশায় কী ভুল- তা তথ্য দিয়ে জানানোর জন্য মীর্জা ফখরুলের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীকে মিথ্যা উকিল নোটিশের পাঠানোর জন্য বিএনপি চেয়ারপারসনকেও উকিল নোটিশ পাঠানো হবে।
আর তেজকুনিপাড়ায় একটি বাড়িতে ৩ জঙ্গি নিহত হওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সব মহলেই প্রশংসিত।