জাতির জনক এর নামে কেউ বদনাম করতে পারেনি, তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নামেও করতে পারবেনা...গাংনীতে একাডেমিক ভবন উদ্বোধন কালে এমপি মকবুল হোসেন
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধিঃ “বর্তমান প্রতিযোগিতার যুগে একবার পিছিয়ে পড়লে সামনের দিকে এগিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে যায়। যে শিক্ষার্থী পিতা-মাতা শিক্ষককে ফাঁকি দেবে সে কখনও সফল হতে পারবেনা। শনিবার বেলা ১২ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামে আর. বি. জি. এম. মাধ্যমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমনটি বলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন। আলোচনা সভায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে আত্মদানকারি শহীদ ও সম্ভ্রম হারানো মা বোনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কেউ বদনাম করতে পারেনি, তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নামেও কেউ বদনাম করার সুযোগ পায়নি ভবিষ্যতেও পাবেনা। এমপি মকবুল হোসেন আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সকলের কল্যানের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আর এই কল্যান অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করতে হবে। তিনি বলেন আমাদের ভাবতে হবে বাংলাদেশ এর আগে কী অবস্থঅয় ছিলো আর এখন কী অবস্থায় আছে। বর্তমানে প্রতিটি গ্রামে মহল্লায় রাস্তা পাকা হয়েছে মানুষের চলাচলের সুবিধার জন্য। এমপি মকবুল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, মানুষকে সম্মান করলে মানুষও তাকে আলাদা শ্রদ্ধা সম্মানের চোখে দেখে তার জন্য দোয়া করে। তাই তোমরা মানুষকে সম্মান করে চলা ফেরা করবে। এমপি মকবুল হোসেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আমজাদ হোসেন কে শ্রদ্ধার সাথে স্মরন করেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, ইয়াছিন রেজা, মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহম্মেদ,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন পৌর যুবলীগের সাধারন সম্পাদক রাহিবুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষার্থী বৃন্দ। এ সময় জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আল ফারুক, ,পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন উজ্জল, শ্রমীক লীগ নেতা হবিবুর রহমান হবি সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারি সহ শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিৎ ছিলেন।