লোহাগড়ায় সরকারী বই বিক্রির ঘটনায় শিক্ষকসহ ৮ জনকে আসামী করে মামলা দায়ের মামলাটি দুদকে স্থানান্তর
শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় মাধ্যমিক স্কুল পর্যায়ের বিভিন্ন শ্রেনীর সরকারী বই কালো বাজারে বিক্রির ঘটনায় শালনগর মর্ডান একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মহিউদ্দীনসহ ৮ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে । উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেন। তবে পুলিশ এজাহারভুক্ত কোন আসামীকে আটক করতে পারি নেই।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার শালনগর মর্ডান একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক মুদ্রিত ৭ম, ৮ম, ৯ম এবং ১০ম শ্রেনীর ২০১৮ ও ২০১৭ সালের ৬৩০ খানা বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ না করে উপজেলার লাহুড়িয়া বাজারের ভাঙ্গাড়ী ব্যবসায়ী ইকরামুল বিশ্বাস ও লাল চাদের কাছে কেজি দরে বিক্রি করে দেয়। গত শনিবার রাতে ক্রেতারা ওই বই বিদ্যালয় থেকে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দেয়। পরে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শফিকুল ইসলাম উক্ত বই শালনগর ইউনিয়নের চেয়ারম্যান খান তসলুর রহমানের জিম্মায় রাখেন। এ ঘটনায় গত রবিবার রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান বাদী হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মহিউদ্দীন,সহকারী শিক্ষক গোপাল কুন্ডু,দপ্তরী ইউনুচ মোল্যা,নৈশ প্রহরী ফজলুর হক,ভ্যান চালক ইকরামুল বিশ্বাস,আলম বিশ্বাস,ভাঙ্গাড়ী ব্যবসায়ী মহব্বত বিশ্বাস ও লাল চানকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলাটি দুর্নীতি দমন কমিশনের সিডিউল ভুক্ত, বিধায় গতকাল সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশন বরাবর মামলার নথি প্রেরণ করা হয়েছে।