দুর্নীতি মামলা: খালেদা জিয়ার উপস্থিতিতে যুক্তিতর্ক শেষ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ।
তবে এ মামলায় বাকি দুই আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে এ শুনানি কার্যক্রম চলছে।
সকাল ১১টা ৩৫ মিনিটে খালেদা জিয়া আদালতে হাজির হন। তিনি আসার ৫ মিনিট পর শুনানি শুরু করেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক। খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এর
গত ১১ জানুয়ারি তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে ব্যরিস্টার জমির উদ্দিন সরকার বলেন, সকল সাক্ষ্য-প্রমান পর্যালোচনায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগই দুদক প্রমান করতে পারেনি। আদালতের কাছে ন্যায় বিচার চান তিনি। পরে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যরিস্টার মওদুদ আহমদ।
তিনি অভিযোগ করেন, এ মামলা পাবলিক ট্রায়াল নয়— এটা অবৈধ নথিপত্রের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।
গত বছরের ১৯ ডিসেম্বর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ।