উপনির্বাচন স্থগিত, সরকারের কোনো যোগসাজোশ নেই: কাদের
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ নির্বাচন তিন মাসের জন্য হাইকোর্টের স্থগিতাদেশের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে দলের ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ আদেশ মেনে না নিলে আদালত অবমাননা হবে।
ঢাকার দুই সিটি করপোরেশন মোট ৩৬টি কাউন্সিলর ও ১২টি সংরক্ষিত কাউন্সিলর পদে দলের সমর্থিত প্রার্থী ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তবে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া সেসব নাম ঘোষণা করেননি ওবায়দুল কাদের।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আদালতের বিষয়— এখানে সরকারের কোনো যোগসাজোশ নেই।
আওয়ামী লীগ এমন নোংরা রাজনীতি করে না—এ কথা জানিয়ে তিনি আরো জানান, আবারো নারায়ণগঞ্জে শামীম-আইভি দ্বন্দ্ব প্রকাশ্য হওয়ায় তা নিরসনে এ দুই নেতাকে ঢাকায় ডাকা হবে।
আর সেখানে যারা জনসম্মুখে অস্ত্র ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে— দোষী হলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।