উপ নির্বাচন স্থগিত আদালতের বিষয়: খন্দকার মোশাররফ
ঢাকা উত্তর সিটির করপোরেশনের উপ-নির্বাচন স্থগিত করার ঘটনা আদালতের বিষয়ে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিন বলেন, তবে এ নির্বাচন স্থগিতের ফলে প্রশাসনের কার্যক্রম ব্যাহত হবে না।
আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
বুধবার দুপুরে সচিবালয়ে তারই প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গত ৯ জানুয়ারি মেয়র পদে উপনির্বাচনের জন্য ঘোষিত তফসিল ও ১৮টি সম্প্রসারিত অংশে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর নির্বাচনে সার্কুলার কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারি করে হাইকোর্ট।
গত ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের আকস্মিক মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদসহ ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডেরও নির্বাচন হওয়ার কথা।
৯ জানুয়ারি তফসিল ঘোষণার এক সপ্তাহের ব্যবধানে এর বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল পৃথক দুটি রিট করা হয়। একটি রিটের আবেদনকারী ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান। অপর রিট আবেদনকারী হলেন বেরাইদ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।