দৈনিক ভোরের কাগজ" এর সম্পাদকের গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আশুলিয়ায় মানব বন্ধন
আশুলিয়া-সাভার : "দৈনিক ভোরের কাগজ" এর সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানব বন্ধন করেছেন আশুলিয়ার গণমাধ্যম কর্মীরা। এসময় মানববন্ধনে অবিলম্বে "দৈনিক ভোরের কাগজের" সম্পাদক এর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবী জানানো হয়। দেশজুড়ে সাংবাদিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা দিয়ে সংবাদিকদের হয়রানি বন্ধের দাবিও জানানো হয়। শুক্রবার দুপুরে আশুলিয়া প্রেস ক্লাবের আয়োজনে নবীনগর- চন্দ্রা মহাসড়কের প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এতে আশুলিয়া প্রেস ক্লাবের (সফল) সভাপতি ও সময় টেলিভিশন এর ঢাকা জেলা (সাব ব্যুরো) প্রতিনিধি মোঃ মোজাফ্ফর হোসেন জয়,সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজ রহমান(নিপু) সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ রাকিব হাসান জিল্লু ও এটিএন নিউজ এর সাভার প্রতিনিধি মোঃ জাহিদ হাসান শাকিল অংশগ্রহণ করেন।
আরও অংশগ্রহণ করেন, সেফালী মিতু (বাংলাভিশন), মোঃ আমিনুল ইসলাম (বিজয় টিভি), মোঃ তুহিন আহামেদ (দৈনিক ডেসটিনি), মোঃ জাহাঙ্গীর আলম রাজু (আমাদের কন্ঠ), মোঃ আবুল হায়াত বাচ্চু (মাতৃছায়া), মোঃ সাঈম সরকার (দৈনিক বাংলাদেশ), মোঃ মাহাবুব মন্ডল (সাপ্তাহিক শীর্ষ কাগজ), মোঃ আশরাফ কামাল (বিএমটিআই নিউজ), মোঃ সোহেল হোসেন (বিজয় টিভি), মোঃ মশিউর রহমান (আলোকিত সময়), আব্দুস সাত্তার(আনন্দ টিভি); মোঃ ইমতিয়াজুল ইসলাম (ঢাকা টাইমস), মোঃ আবুল কাশেম( দেশকাল)সহ সাভার ও আশুলিয়ার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।