সরকার-ইসির যোগসাজশেই স্থগিত ডিএনসিসি উপ-নির্বাচন: মির্জা ফখরুল
সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) যোগসাজশেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন করা হয়েছে— বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ঢাকা উত্তর সিটির উপনির্বাচন স্থগিতের পিছনে সরকার ও নির্বাচন কমিশনের যোগসাজশ আছে—উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ নির্বাচনে ক্ষমতসীনদের পরাজয় নিশ্চিৎ জেনেই তারা এ পথ বেছে নিয়েছে। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই রাজধানীর শের-ই বাংলা নগরে জিয়ার কবরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এদিকে, প্রেসক্লাবে এক অনুষ্ঠানে উত্তরের সিটি নির্বাচনে ক্ষমতাসীনরা জয়ী হতে পারবে না বলেই তারা হাইকোর্টের স্থগিতাদেশে আপিল করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ। উত্তর সিটির উপনির্বাচন স্থগিত সরকারের ইন্দন রয়েছে— অভিযোগ করে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেন, এখন পর্যন্ত এর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়নি। পরে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রমিকদল এক র্যা লি বের করে। র্যা লিটি কাকরাইল মালিবাগ মোড় হয়ে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।