নির্বাচনে আসা সব দলের অধিকার: ওবায়দুল কাদের
সংলাপের সম্ভাবনা আবারো নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসা সব দলের অধিকার— সরকার এখানে কোনো সুযোগ বিতরণ করবে না।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংলাপের দরকার নেই— নির্বাচন কিভাবে হবে সে রূপরেখা সংবিধানেই আছে। দেশের রাজনৈতিক বাস্তবতায় অনেক সিদ্ধান্ত নেয়া হলেও আদর্শের প্রশ্নে কখনো আপোস করেনি আওয়ামী লীগ। নির্বাচনে অংশ নেয়া সব দলের অধিকার।
জামাত-বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট— এমন কাউকে মনোনয়ন না দিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের প্রতি দাবি জানান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা।
আলোচনায় কমিটির নেতারা আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আবারো মাথাচাড়া দিচ্ছে বিএনপি-জামাতের ক্যাডাররা।