ইজতেমার দ্বিতীয় পর্বে চলছে বয়ান, রোববার আখেরি মোনাজাত
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে— জেষ্ঠ্য মুরুব্বিদের বয়ানে ইসলামের আলম, আকিদা ও করণীয় বিষয়ে শুনছেন মুসল্লীরা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
এদিকে, মাওলানা সা'দকে নিয়ে বিতর্ক ও তাবলীগ ইস্যুতে সৃষ্ট জটিলতা নিয়ে ইজতেমা ময়দানে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন মুফতি নজরুল ইসলাম।
শনিবার ভোরে ফজরের নামাজ আদায়ের পর থেকে তাবলীগের জেষ্ঠ্য মুরুব্বীদের বয়ান শুনছেন ইজতেমায় অংশ নেওয়া কয়েক লাখ মুসল্লী। বয়ান থেকে ইসলামের আমল, আকীদা ও করণীয় বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করছেন মুসল্লীরা।
দ্বিতীয় পর্বের ইজতেমায় দেশের ১৬ জেলার কয়েক লাখ মুসল্লী ছাড়াও অর্ধশতাধিক দেশের কয়েক হাজার বিদেশি মুসল্লী অংশ নিয়েছেন।
মুসল্লীরা বলেন, আখেরি মোনাজাতে দেশ ও মানুষের কল্যাণে প্রার্থনা করার কথা।
গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আখেরি মোনাজাত উপলক্ষ্যে নিরাপত্তা জোড়দার করা হয়েছে। শনিবার রাত ১২টার পর থকে দিন ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রত থাকবে।
এছাড়া আখেরি মোনাজাত উপলক্ষে অতিরিক্ত ট্রেন ও বাসের ব্যবস্থা করা হবে। ইজতেমা থেকে কোরআন ও সুন্নাহর শিক্ষা নিয়ে মুসলিম উম্মার পারলৌকিক মঙ্গলে ইসলামী দাওয়াতে বের হবেন মুসল্লীরা।