মহেশপুর থানার ওসি’কে প্রত্যাহার
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির হোসেন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, প্রশাসনিক কাজে গাফিলতির কারণে মহেশপুর থানার ওসি’কে প্রত্যাহার করা হয়েছে। ২০.০১.২০১৮ ইং শনিবার সকালে খুলনা রেঞ্জ ডিআইজি মহদ্বয়ের নির্দশক্রমে তাকে ঝিনাইদহ থেকে খুলনা পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখ্যঃ গত ৪ জানুয়ারি মধ্যরাতে মহেশপুরের পুরন্দরপুর এলাকায় সোনার তরী পরিবহন থেকে একদল ডাকাত সোনা চোরাচালানীদের কাছ থেকে ৬৫ পিস সোনার বার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মহেশপুর থানার এস আই আনিসুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করে। পরে গত ৭ ও ৮ ই জানুয়ারী পর্যায়ক্রমে দুই এস আইসহ ৮পুলিশ প্রত্যাহার করা হয়। গত শুক্রবার ভোররাতে ৩০ পিচ সোনার বারসহ ওই দুই জনকে আটক করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ৩ কেজি ৪শ গ্রাম।