কৃষি জমি বাঁচানোর জন্য আইন করা হচ্ছে: গৃহায়নমন্ত্রী
ভূমিদস্যুদের দমন এবং পরিকল্পিত নগর গড়তে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পরিকল্পিত নগরের মধ্যে দেশের সব ধরনের নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়টি রয়েছে।
তিনি আরো বলেন, কৃষি জমি বাঁচানোর জন্য একটি আইন করা হচ্ছে যাতে কৃষি জমি নষ্ট করে মানুষ ঘড়বাড়ি কিংবা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারে।
মন্ত্রী আরো বলেন- দেশে আইন থাকলেও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় ভূমিদস্যুরা সাহস পেয়ে যাচ্ছে।