মৌলভীবাজারে তীর ধনু দিয়ে হত্যার দায়ে একজনের ফাঁসি কার্যকর
এ.কে.অলক মৌলভীবাজার :: মৌলভীবাজারে আছিদ মিয়া (৪৫) নামের একজনের ফাঁসির রায় দেয়া হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এ ফাঁসির আদেশ দেন।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মদরিছ মিয়াকে পশু-পাখির মতো তীর-ধনু দিয়ে শিকার করিয়া হত্যা করার অপরাধ সন্ধেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার আদেশ দেয়া হয়। মামলায় ৬ জন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। এবং রায়ের পূর্বে একজন আসামীর মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি প্রদান করা হয়।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কৃপাসিন্ধু দাশ জানান, ২০০৫ সালে ১৫ অক্টোবর সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মোবারক মিয়ার বাড়ির সামনের রাস্তায় আছিদ মিয়া ও তার সহযোগীরা মদরিছ মিয়াকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে ইদ্রিস মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ১৫ জন স্বাক্ষী উপস্থাপন করে মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী আছিদ মিয়া জানান, এই রায়ে সে সন্তষ্ট নয়। উচ্চ আদালতে আপিল করবেন। এছাড়াও তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তাকে পূর্ব বিরোধের জের ধরে মামলায় আসামী করা হয়েছে।