রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল কাল-বৃহস্পতিবার: সিইসি
রাষ্ট্রপতি নির্বাচনে আগামীকাল বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার- সিইসি কে এম নুরুল হুদা।
বুধবার বিকেলে সংসদ সচিবালয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষে এর মধ্যে সংসদ সদস্যদের ভোটার তালিকাও প্রস্তুত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। তারপরে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন ও রাজনৈতিক মহলে এরইমধ্য জোর তৎপরতা শুরু হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। আর করণীয় নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার।
আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুতিও শুরু করেছে কমিশন।
আইন অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থাকতে পারেন। সে অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির ২য় মেয়াদে বঙ্গভবনে থাকার সুযোগ আছে।
পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী কে হচ্ছেন, এ নিয়ে সরকারি দল আওয়ামী লীগের দলীয় ফোরামে এখনো আলোচনা হয়নি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। কয়েকজনের নাম শোনা গেলেও বর্তমান রাষ্ট্রপতিরই সপদে বহাল থাকার গুঞ্জনই বেশি চলছে।