মাদকের জীবন থেকে ফিরে আসুন সুন্দর জীবন উপহার দিব পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার
এম. রফিকুল ইসলাম : ফেনীর ছাগলনাইয়া থানার কনেষ্টবল ব্যারাক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে ছাগলনাইয়া থানা কম্পাউন্ডে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে আয়োজিত এ সংস্কার কাজের উদ্বোধন ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার। ছাগলনাইয়ার ওসি এমএম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌরসভার মেয়র এম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মালেক, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন আহম্মদ বুলু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল,ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক,মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীব শাহ হোসেন চৌধুরী বাদশা। ফেনী জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, মাদকাশক্ত যুবক সমাজ, রাষ্ট্র ও জাতীর জন্য হুমকি স্বরূপ, মাদক জীবন থেকে ফিরে আসতে চায় এমন ২জনের নাম দিন। আমরা ফেনী জেলার সকল পুলিশ সদস্যদের একদিনের বেতন কর্তন করে সুস্থ সুন্দর জীবন উপহার দিতে চাই।এ সময় তিনি আরো বলেন, আমাদের দেশে মাদক ব্যবসায়ীরা অসৎ ভাবে টাকা আয় করার জন্য মাদক দ্রব্য খুবই সহজে যুবসমাজের হাতে তুলে দিচ্ছে। এদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের যুব সমাজকে মেধাশুন্য করা। তাই আমরা এ অসাধু মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেনীতে প্রায় এর অস্থিত্ব ধ্বংষ করে দিয়ে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছি। মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে