দেশবরেণ্য চিত্রশিল্পী হাশেম খান’র শিল্পকলা প্রদর্শনীর সমাপনী
এস এম আলমগীর কবির নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় জাদুঘরে শনিবার ২৭ জানুয়ারি সন্ধ্যা ৬টায় নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে কীর্তিমান চিত্রশিল্পী হাশেম খান’র ২৭ দিনব্যাপী ‘জোড়াতালির চালচিত্র’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এস.পি.বি.এ ও মাছরাঙা টেলিভিশনের এমডি অঞ্জন চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, প্রখ্যাত শিল্প সমালোচক স্থপতি রবিউল হুসাইন এবং অধ্যাপক ও শিল্পী রোকেয়া সুলতানা। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। সভাপতিত্ব করেন বিশিষ্ট ইতিহাসবিদ ও বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন। সূচনা সংগীত পরিবেশন করেন শিল্পী তপন মাহমুদ, শিল্পী পীযুষ বড়ুয়া ও শিল্পী কনক খান।
দেশের প্রখ্যাত শিল্পী তপন মাহমুদ, শিল্পী পীযুষ বড়ুয়া ও শিল্পী কনক খান তাদের সুমধুর গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। শিল্পী হাশেশ খান ও শিল্পী স্ত্রী পারভীন হাশেম উপস্থিত অতিথিদেও হাতে প্রদর্শনীর ক্যাটালগ তুলে দেন।
হাশেম খান অনুভহতি ব্যক্ত করতে গিয়ে বলেন এই অনুষ্ঠান দিয়েই কিন্তু প্রদর্শনীর শেষ হচ্ছে না কারণ কারণ এই প্রদর্শনীটি ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন দীর্ঘকাল ধরে দেশের জন্য তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। এই প্রদর্শনী চলাকালীন জাদুঘরের কর্মকর্তা কর্মচারীদেও সার্বাক্তক সহযোগীতার জন্য জাদুঘরের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।#