জাতীয় কবিতা উৎসব শুরু ১ ফেব্রুয়ারি
আগামী পয়লা ফেব্রুয়ারি শুরু হচ্ছে ৩২তম জাতীয় কবিতা উৎসব।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত।
তিনি বলেন, এই কবিতা উৎসবে কবিরাই দেশহারা মানুষের সংগ্রামে কবিতার শক্তি দিয়ে সাহস জোগাবে। 'দেশহারা মানুষের সংগ্রামে কবিতা'—এ শ্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিতব্য এবারের উৎসবেও দেশের কবিদের পাশাপাশি থাকবেন বিশ্বের বিভিন্ন দেশ ও ভাষার বিশিষ্ট কবিরা।
দুদিনের এ উৎসব শেষ হবে ২ ফেব্রুয়ারি।