একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
নতুন তালিকা অনুযায়ী, এবার ৪৩ লাখেরও বেশি নতুন ভোটার যোগ হচ্ছে। বেড়েছে তরুণ ভোটারের সংখ্যা। এবার মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন।
কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, তালিকা অনুযায়ী এবার ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন।
আর নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিবছর গড়ে ২৫ লাখ তরুণ ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। হালনাগাদের সময় নতুনদের অন্তর্ভুক্তির পাশাপাশি বিদ্যমান তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মৃতদের।
আইন অনুযায়ী, ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা ছিল। সে লক্ষ্যে গত বছরের ২৫ জুলাই থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ শুরু করে নির্বাচন কমিশন।
এদিকে, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর থেকে ১০ বছরে দেশে ভোটার বেড়েছে সোয়া ২ কোটিরও বেশি।
একাদশ সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকায় যোগ হচ্ছে ৪৩ লাখের বেশি নতুন ভোটার। নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য জানা গেছে।