সারাদেশে এসএসসি-সমমানের পরীক্ষা শুরু
অভিন্ন ও সৃজনশীল প্রশ্নপত্রে সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এবার আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করেছে শিক্ষার্থীরা।
প্রথমদিন বাংলা প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র এবং বাংলাভাষা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা হচ্ছে।
এবার এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গেল বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ২৮৬জন বেশি। আর বিদেশে ৪৫৮জন এ পরীক্ষায় অংশ নেবে। এবার ৩৪১২ বারোটি কেন্দ্রে ২৮ হাজার ৫৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হবে ৪ মার্চ।