চাপ দিয়ে কিছু আদায় হবে না: শেখ হাসিনা
সরকারের শেষ বছর মনে করে চাপ দিয়ে কোনো কিছু আদায় করা যাবে না— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, শিক্ষিত জাতি ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। ফলে সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। নীতিমালার ভিত্তিতেই পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করা হবে।
প্রযুক্তি ও সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার বিষয় ও পাঠক্রম ঠিক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, শিক্ষার প্রসারে সরকার বহুমখী ব্যবস্থা নিয়েছে। আর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সরকার ট্রাস্ট চালু করেছে, বৃত্তি প্রদানও করা হচ্ছে।
আর অবৈধভাবে ক্ষমতাদখলকারীরা দেশকে কিছু দিতে পারে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
শিক্ষার মান উন্নয়ন ধারাবাহিক বিষয়—এ কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বে তাল মিলিয়ে চলতে শিক্ষকদের চিন্তায় আরো আধুনিক হতে হবে।
শেখ হাসিনা আরো বলেন, জনগণের কল্যাণের নীতি নিয়েই আওয়ামী লীগ রাজনীতি করে। ফলে চাপ দিয়ে অহেতুক দাবি আদায় করা যাবে না।
এছাড়া ৭৫'র অবৈধভাবে ক্ষমতা দখলকারীরাই স্বাধীনতা বিরোধীদের রাজনীতি ক