রায়কে কেন্দ্র করে সহিংসতা প্রতিহত করা হবে: হানিফ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরণের সহিংসতা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে— বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
রোববার সকালে মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
হানিফ অভিযোগ করেন, হুমকি দিয়ে দেশকে অস্থিতিশীল করার নির্দেশনা দিচ্ছেন বিএনপি নেত্রী। খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি নেতারা উস্কানি দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কোনো ধরণের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না।
তিনি বলেন, নির্বাচনের দোহাই দিয়ে বিএনপি দলীয় সন্ত্রাসীদের মামলা থেকে মুক্ত করতে চাইছে। বিএনপি পরিস্থিতি অশান্ত না করলে ভালো থাকবে নির্বাচনের পরিবেশ।
সভায় উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ার করেন, এ রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না।
৮ ফেব্রুয়ারি, দলের নেতাকর্মীদের সারাদেশে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।