আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন আবদুল হামিদ
আবারো কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের সহকারী নির্বাচনী কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান বলেন, বিকেল ৪টা পর্যন্ত আবদুল হামিদ ছাড়া আর কারো মনোনয়নপত্র জমা পড়েনি— সময় শেষ হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি মনোননয়নপত্র বাছাই করা হবে— এতে মনোনয়নপত্র বৈধ হলে অর্থাৎ কোনো ভুল ত্রুটি না থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে জানান তিনি।
নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা যায়, ২০১৩ সালের ২৩ এপ্রিল আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন ওই সময়ও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয় আওয়ামী লীগ।
এদিকে, রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদকেই সমর্থন দেয় জাতীয় পার্টি (জাপা) জানান দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদার কাছে মনোনয়নপত্র জমা দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
মনোনয়নপত্র জমা দেয়ার পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদ শুধু আওয়ামী লীগের নয় বরং সব দল ও মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি।
রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তার চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ নেই বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে।
বুধবার যাচাই বাছাইয়ের পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
এদিকে, রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদকেই সমর্থন দিয়েছে জাতীয় পার্টি জানিয়েছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের সভা শেষে এ কথা জানান তিনি।