৩২ ধারা সাংবাদিকদের জন্য নয়: আইনমন্ত্রী
সাংবাদিকদের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা করা হয়নি-জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রয়োজনে তাদের এ থেকে বাইরে রাখা হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘ল' রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে কোনো সাংবাদিকের বিরুদ্ধে ৩২ ধারায় 'গুপ্তচরবৃত্তি'র মামলা হলে তার পক্ষে আমি-আইনমন্ত্রী লড়াই করবো বলেন তিনি।
ডিজিটাল ডিভাইস ব্যবহার করে 'গুপ্তচরবৃত্তির' ক্ষেত্রে এ ধারা প্রযোজ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, রিজার্ভ ব্যাংকের টাকা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে লুট করা হয়েছে—এসব ক্ষেত্রে বিচারের জন্য এ ধারা করা হয়েছে।
রাষ্ট্র ও সরকারের গোপন তথ্যের পাচার ঠেকাতেই ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা করা হয়েছে সাংবাদিকদের এ আইন নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু নেই বলেন মন্ত্রী।
বিচারাঙ্গনে দুর্নীতি হচ্ছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের এমন মন্তব্যের প্রতি সমর্থন জানিয়ে এ বিষয়ে প্রধান বিচারপতিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান আইনমন্ত্রী।
তিনি আরো বলেন, মামলা জট কমানোর জন্য শিগগিরই উচ্চ আদলাতসহ নিম্ন আদালতে বিচারক নিয়োগ করা হবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে সরকার প্রভাবিত করছে দলটির এমন অভিযোগ ভিত্তিহীন।
এসময়, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার দুর্নীতি মামলার তদন্তসহ পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ যুদ্ধাপরাধীদের বিষয়ে সরকার অবশ্যই পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।