'আদালতে বিচারক, খালেদা জিয়ার অপেক্ষা'
সদরুল অাইন:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আদালতে উপস্থিত হয়েছেন ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আকতারুজ্জামান। তবে এখনও আদালতে হাজির হননি এ মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার সকাল সোয় ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসার মাঠ আদালতে উপস্থিত হন বিচারক আকতারুজ্জামান। খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ার পরই বিচারক এজলাসে উঠে রায় ঘোষণা করবেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আমাদের সময়কে জানিয়েছেন, সকাল ১০টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে আদালতের উদ্দেশে রওনা দেবেন বিএনপির চেয়ারপারসন।
এর আগে সকালে কারাগারে থাকা দুই আসামি সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে আদালতে হাজির করা হয়েছে।