কাউকে বাদ দিয়ে আগামী নির্বাচন নয়: নাসিম
কাউকে বাদ দিয়ে আগামী নির্বাচন করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
তারা বলেন, প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করে না— এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম বলেন, বিএনপি নেত্রীর বিরুদ্ধে যে রায় সেটি জনপ্রত্যাশিত রায়।
তিনি বলেন, রায়ে সরকারের হাত থাকলে আগের মেয়াদেই সাজা হতো খালেদা জিয়ার।
শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলার সমিতির এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম বলেন, সত্যিকারের রাজনীতিবিদরা জেলকে ভয় পান না।
তিনি বলেন, রায়ে কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যেতেই পারেন— আর কাউকে বাদ দিয়ে নয় সবাইকে নিয়েই আগামী নির্বাচন করতে চায় আওয়ামী লীগ।
এর আগে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়কে ইতিহাসের মাইলফলক বলে মন্তব্য করেন।
এতে সরকারের কোনো হাত নেই— সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।