বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ: শেখ হাসিনা
বাংলাদেশ খাদ্য উৎপাদনে এখন স্বয়ংসম্পূর্ণ—জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার ইটালির রোমে ইফাদের ৪১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, খাদ্য উৎপাদন বেড়ে ২০১৭ সালে এসে দাঁড়িয়েছে ৩৯ মিলিয়ন টন।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যে তার সরকারের অগ্রাধিকারমূলক লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং সবার জন্য পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করা।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নানা কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, সরকার ভূমিহীন কৃষকদের সহজশর্তে ঋণ দিচ্ছে, ভর্তুকি দিচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে কোনো ভূমিকা না থাকলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ।
এর আগে জাতিসংঘ সংস্থাগুলো রোহিঙ্গাদের জরুরি সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির-ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিজলী বলেন, তবে এ বিষয়ে দাতাদের আগ্রহ কমে আসছে।