জেলগেটে চিকিৎসকরা খালেদার স্বাস্থ্যের খোঁজখবর নিতে
কারাগারে আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে জেলগেটে গেছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।
ডা. সিরাজউদ্দিনের নেতৃত্বে খালেদা জিয়ার সাত জন ব্যক্তিগত চিকিৎসক তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে জেলগেটে যান। তবে শেষ খবর পর্যন্ত তারা সাক্ষাতের অনুমতি পাননি।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আগে থেকে অনুমতি নিয়ে আসেননি চিকিৎসকরা। জেলগেটে এসে জেলসুপারের কাছে অনুমতির লিখিত চিঠি পাঠান তারা। চিকিৎসকরা বলেন, আগে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করতেন খালেদা জিয়া। তবে এখন কারাগারে আর সেই স্বাস্থ্যপরীক্ষা নিতে পারছেন না বলে জেনেছেন তারা। তাই তার সঙ্গে দেখা করতে এসেছেন।
গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ মামলার অন্য চার অাসামীকে বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাছাড়াও আত্মসাত করা ২ কোটি, ১০ লাখ ৭১ হাজার টাকা খালেদা জিয়া বাদে অন্য অাসামীদের জরিমানা করেছেন আদালত।