সাভারে ৬ দফা দাবীতে ট্যানারী শ্রমিকদের মানব বন্ধন
আব্দুস সাত্তার,সাভার: সাভার চামড়া শিল্প নগরীতে আবাসন ব্যবস্থা নিশ্চিত, হাসপাতাল ও ক্যান্টিন নির্মাণ এবং এডহক ভাতা প্রদানসহ ৬ দফা দাবিতে আবারও সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। অবিলম্বে দাবি আদায় না হলে চামড়া শিল্প নগরীর সকল কারখানায় কাজ বন্ধ করে দেয়ার হুশিয়ারি দিয়েছে শ্রমিক নেতারা।
বৃহস্পতিবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় পরিবেশ বন্ধব সাভার চামড়া শিল্প নগরীর ভিতরে ট্যানারী শ্রমিকদের সংগঠন ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন এর উদ্দ্যেগে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও শ্রমিকরা অভিযোগ করেন, চামড়া শিল্প নগরীর ভিতরে শ্রমিকদের জন্য কোন হাসপাতাল, ক্যান্টিন ও আবাসন ব্যবস্থা না থাকায় দীর্ঘ দিন ধরে চরম ভোগান্তী ও কষ্টের মধ্যে কাজ করে যেতে হচ্ছে নগরীর কারখানাগুলোতে কর্মরত শ্রমিকদের। তাই দীর্ঘ দিন ধরেই শ্রমিকরা চামড়া শিল্প নগরীর ভিতরে হাসপাতাল, ক্যান্টিন, আবাসন ব্যবস্থা নিশ্চিতসহ মোট ৬ দফা দাবি জানিয়েছে আসছিল। কিন্তু কারখানা মালিক কর্তৃপক্ষ দাবি পূরণে কোন আশ্বাস না দেওয়ায় তারা বাধ্য হয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।