অপরাধে জড়িয়ে পড়া শিশুদের আদালতে না নিতে এবং তাদের প্রতি মানবিক আচরণ করতে আহ্বান
অপরাধে জড়িয়ে পড়া শিশুদের আদালতে না নিতে এবং তাদের প্রতি মানবিক আচরণ করতে বলেছেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী। রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনের সময় শিশু আইনের বরাত দিয়ে একথা বলেছেন তিনি। বলেছেন, নিরাপত্তার জন্য হুমকি, এমন কয়েদিদের ভবিষ্যতে আদালতে আনার প্রয়োজন পড়বে না।
শিশু আইন ২০১৩ অনুযায়ী ১৮ বছর পর্যন্ত সবাই শিশু। এ আইনে বলা হয়েছে, প্রতিটি থানায় শিশু বিষয়ে ডেস্ক গঠন করতে হবে। শিশু আইন মানার অগ্রগতি দেখতে ঢাকার কয়েকটি থানা পরিদর্শন করেছে সুপ্রিম কোর্ট কমিটি অন চাইল্ড রাইটস। কমিটির সদস্য তিন বিচারপতি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
শিশুদের প্রতি মানবিক আচরণ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তারা। এই বিচারপতি বলেছেন, নতুন একটি আইন হয়ে গেলে নিরাপত্তার জন্য হুমকি, এমন দাগি আসামিদের আর আদালতে আনার প্রয়োজন পড়বে না।
বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন, তার কিছু প্রয়োজন, তাহলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। সময় লাগলেও সমস্যার সমাধান করা সম্ভব।